যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরল শান্তিপুরের যুবক সুমন অধিকারী।

0
351

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরল শান্তিপুরের যুবক সুমন অধিকারী। মাস ছয়েক আগে অভাব-অনটনের কারণে কর্মসূত্রে ইউক্রেনে পাড়ি দিয়েছিল সুমন, তারপর সব ঠিক ঠাকই চলছিলো। ইউক্রেনকে প্রথম অ্যাটাক করার মুহূর্ত তার চোখের সামনে দেখা, থর থর করে কাঁপছে মাটি বিস্ফোরণের আওয়াজে। প্রাণ বাঁচাতে পোল্যান্ড বর্ডারের দিকে রওনা দীর্ঘ প্রায় 120 কিলোমিটার পায়ে হেঁটে, তারপর 17 ঘণ্টা সীমান্তে দাঁড়িয়ে অবশেষে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে ঘরে ফিরল শান্তিপুর কাশ্যপ পাড়ার যুবক সুমন অধিকারী। সেই রোমহর্ষক স্মৃতি এখনো তাকে শিঁউরে তুলছে, তবে যে কর্মসংস্থানের জন্য ইউক্রেনে যাওয়া সেই কর্ম সংস্থান থেকে বঞ্চিত হয়ে গেল সুমন সে কারণেই মন আরো খারাপ, কিভাবে সংসার চলবে সেই চিন্তা আরো কুরে কুরে খাচ্ছে সুমনকে। তবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফেরাতে স্বস্তি পরিবার এবং শান্তিপুর বাসির।