গণতন্ত্রে বিরোধীদের প্রয়োজন আছে,মেদিনীপুর আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে মন্তব্য ভারতী ঘোষ।

0
164081

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- সংসদীয় গণতন্ত্রে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হলে গণতন্ত্র শব্দটি উঠে যাবে l তাই বিরোধী দলের প্রয়োজনীয়তা রয়েছে বলে শনিবার মেদিনীপুর আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে এমনটাই মন্তব্য করেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ l আদালত চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পৌরসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, আমরা রাজ্যে বিরোধী দল হিসেবে রয়েছি l পৌরসভা নির্বাচনে যেভাবে বুথ জ্যাম, বুথ কেপচার, ভোট লুট এবং বিরোধী প্রার্থী ও ভোটারদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে তারপর বিরোধীরা আর কি ফলাফল আশা করতে পারে ! তবে এইভাবে ভোট করিয়ে বিরোধীদের হারিয়ে দেওয়া হলেও তারা মাঠ ছেড়ে কখনো পালাবে না l রাজ্যের প্রতিটি ভোট স্বাভাবিক নিয়মে হলে ফলাফল অন্যরকম হতো এটা সবাই জানে l ভারতী ঘোষ বলেন, তৃণমূল এমনিতে নানা রকমের সন্ত্রাস করার পরেও কয়েকটা জায়গায় বিজেপি প্রার্থীরা জিতেছে l তাছাড়া নির্বাচনে হারজিত থেকেই থাকে l তবে এরাজ্যে যেভাবে ভোট হচ্ছে তা গণতন্ত্রের পক্ষে মারাত্মক ক্ষতিকর l এভাবে চলতে চলতে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর গণতন্ত্র শব্দটি উঠে যাবে l এ জন্য বিরোধীদের থাকা দরকার এবং আমরা অর্থাৎ বিজেপি কর্মীরা রয়েছি l ভারতী ঘোষ বলেন, ২০০৬ সালে তৃণমূল কংগ্রেসও ভেবেছিল তারা এরাজ্যে ক্ষমতায় আসছে l কিন্তু তাদের সেবার ক্ষমতায় আসা সম্ভব হয়নি l পরে ২০১১ সালে তারা ক্ষমতায় আসে l সেভাবে আমরাও আগামী দিনে ভালো ফলাফল করব l রাজনীতিতে এরকম ওঠানামা সর্বত্রই রয়েছে বলে সাংবাদিকদের জানান ভারতী ঘোষ l