বিধায়কের দোকানে হুমকির পোস্টার।

0
222

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ আজ সকালে এলাকার বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ীরা বিধায়কের দোকানে ওই পোস্টার দেখে বিষয়টি বিধায়ককে জানান। এদিনের পোস্টারের পরিপ্রেক্ষিতে পালটা সুর চড়িয়েছেন বিধায়ক নিলাদ্রী শেখর দানা। তিনি বলেন হাতি বাজার গেলে হাজার কুকুর ভেউ ভেউ করে। এই ভাবে একটি হুমকি পোস্টার দিয়ে নিলাদ্রী শেখর দানাকে চুপ করিয়ে রাখা যাবেনা। কারো ক্ষমতা থাকলে সামনা সামনি লড়াই করুক। বিধায়কের দোকানে এদিন হুমকি পোস্টার পড়ার ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃনমূলের দাবি এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দের ফল। পুরসভা নির্বাচনে বিজেপি গোহারা হেরে বিজেপিরই একাংশ দলীয় নেতৃত্বের প্রতি এইভাবে ক্ষোভ উগরে দিচ্ছেন। বিজেপির তরফে স্পষ্টতই গোষ্ঠীদ্বন্দের তত্ব উড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার তদন্ত করে দ্রুত শাস্তির দাবি জানিয়েছে বিজেপি।

বাইট ঃ- নিলাদ্রী শেখর দানা ( বিজেপি বিধায়ক, বাঁকুড়া)
বাইট ঃ- শ্যামল সাঁতরা ( তৃনমূল নেতা)