মালদা, নিজস্ব সংবাদদাতা : শনিবার নির্বাচন অনুষ্ঠিত হল মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের ।
এদিন মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হয় নির্বাচন প্রক্রিয়া।
নির্বাচনের রিটার্নিং ও প্রিজাইডিং অফিসার আইনজীবী অরিজিত নিয়োগী বলেন, কোভিদ বিধি মেনে এদিন অনুষ্ঠিত হয় নির্বাচন। তিনি বলেন তার নেতৃত্বে চারজন আইনজীবী পোলিং অফিসারের দায়িত্বে থেকে নির্বাচন পরিচালনা করেন। রবিবার হবে গণনা।
করোনা পরিস্থিতিতে গতবছর নির্বাচন করা সম্ভব হয়নি।এবছর কোভিদ বিধির সরকারি নিয়ম মেনে ২৫ জন নির্বাচিত সদস্যদের নিয়ে একটি পরিচালন কমিটি তৈরি করা হবে। মা আগামী ৩ বছর কাজ করবে। মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে।
নির্বাচন পরিচালনা করেন বিশিষ্ট আইনজীবী অরিজিত নিয়োগী।
সকাল ১১ টা থেকে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। চলে বিকেল পাঁচটা পর্যন্ত। অন্যান্য নির্বাচনের মতোই ব্যবসায়ীরা ভোট দেন ব্যালট বক্সে। লম্বা লাইন পড়ে ভোটারদের। হাতে স্লিপ নিয়ে ভোট দেন তারা।