সোমবার মাধ্যমিক পরীক্ষা, শেষ মুহূর্তের প্রস্তুতি সোনামুখী বি জে হাইস্কুলের সেন্টারে।

0
258

আবদুল হাই, বাঁকুড়াঃ ৭ ই মার্চ সোমবার রাজ্য জুড়ে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। করোনারয় কারণে ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষা বাতিল হওয়ার পর এ বারে ১১ লক্ষ পরীক্ষার্থী জীবনের প্রথম বড় পরীক্ষার বসতে চলেছে ৭ ই মার্চ সোমবার। বাঁকুড়া জেলার সোনামুখী বি জে হাইস্কুল মাধ্যমিক পরীক্ষার সেন্টার। এই সেন্টারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। বিভিন্ন স্কুল থেকে মোট ৪৫০ জন পরীক্ষার্থী সোনামুখী বি জে হাইস্কুল সেন্টারে পরীক্ষায় বসবে বলে জানা গেছে। আমাদের ক্যামেরা পরীক্ষার্থীদের দুয়ারে দুয়ারে পৌঁছে যায়। পরীক্ষার প্রস্তুতি ব্যপারে জানতে চাইলে পরীক্ষার্থীরা বলে,নবম ও দশম শ্রেণীর ক্লাস করোনা আবহে সেইমত হয়নি একটু তো চাপে আছি।।যদি আর একটু বেশি ক্লাস হত তাহলে তো আমাদের খুব সুবিধা হতো।