ইউক্রেন থেকে বাড়ি ফিরলো সৌমাল্য, খুশির হাওয়া পরিবারে।

0
329

আবদুল হাই, বাঁকুড়াঃ বাড়িতে ফিরল ইউক্রেনে আটকে থাকা বাঁকুড়ার সৌমাল্য মুখার্জি।বছর দুয়েক আগে ইউক্রেনের খারকিভে ন্যাশনাল ইউনিভার্সিটি তে ডাক্তারি পড়ার সুযোগ পায় বাঁকুড়ার পরমানন্দ পল্লীর সৌমাল্য মুখার্জি।সেখান থেকেই চলছিল পড়াশোনা।দিন কয়েক আগেই রুশ সেনা ইউক্রেনে হামলা চালাতে শুরু করে।বাঁকুড়া সৌমাল্য মুখার্জী সহ ভারতীয় হোস্টেলে সমস্ত স্টুডেন্ট কে বেসমেন্টে থাকার নির্দেশ দেয় দ্রুতাবাস।ইউক্রেনের অবস্থা ক্রমশ খারাপ হতে দেখে নিজের সিদ্ধান্তে বাঁকুড়ার সৌমাল্য সহ বেশ কিছু পড়ুয়া ইউক্রেনের খারকিভ থেকে পায়ে হেটে স্টেশেনে এসে পৌঁছায়।সেখান থেকে ট্রেনে করে ১৩০০ কিমি দূরে লবিভ এসে পৌঁছায়।গতকাল দিল্লির বঙ্গভবন তার পর আজ কলকাতা থেকে বাঁকুড়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here