একমাত্র ছেলের হাতে আক্রান্ত মা, ছেলের শাস্তির দাবিতে ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের।

0
197

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- জমি বিবাদের জেরে একমাত্র ছেলের হাতে আক্রান্ত মা, দুই কন্যা সন্তানকে সাথে নিয়ে ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়। ঘটনাটি শান্তিপুর থানার বাথানগাছি পাবনা পাড়ায়। ওই এলাকার বাসিন্দা দীপালি ঘোষের অভিযোগ তার একটি পুত্র সন্তান ও দুটি কন্যা সন্তান রয়েছে। স্বামীর গত এক বছর আগে মৃত্যু হয়, এর পরে কোনরকমে রোজগার করে তার পুত্র সন্তান ও দুই কন্যা সন্তানকে বড় করে তুলেছেন তিনি। কিন্তু তার একমাত্র ছেলের 18 বছর বয়স হতেই বিবাহ করে এবং স্ত্রীকে নিয়ে অন্যত্র থাকে। দীপালি ঘোষ এর অভিযোগ, তার স্বামীর তিনবিঘা চাষের জমিতে তার ছেলে বাড়ি করে থাকার পাশাপাশি দেখাশোনা করে। কিন্তু ছেলের দাবি ওই সম্পত্তি এবং মা দীপালি ঘোষ যে সম্পত্তিতে বসবাস করেন দুই সম্পত্তি ছেলের নামে লিখে দিতে হবে, এই নিয়ে মাঝেমধ্যেই মায়ের সাথে বিবাদ সৃষ্টি হয় ছেলের। এদিন একই ঘটনায় বিবাদ চরমে ওঠে, এর পরেই পাথর ছুড়ে দীপালি ঘোষ এর মাথা ফাটিয়ে দেয় ছেলে সুকেশ ঘোষ। দীপালি ঘোষ এর দুই মেয়ে প্রতিবাদ করলে তাদেরকেও মারধর করতে যায় ছেলে সুকেশ ঘোষ। এই ঘটনায় শান্তিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে দুই কন্যা সন্তানকে সাথে নিয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হয় অভিযোগকারী দীপালি ঘোষ, এছাড়াও ছেলের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here