নিজস্ব সংবাদদাতা, মালদা- এবার থেকে পুলিশের হাতে টাকা নয়, পস মেশিন এর মাধ্যমে ট্রাফিক আইন ভঙ্গ কারীরা অনলাইন সিস্টেম এর সরাসরি টাকা জমা দিতে পারবেন। পরিবহন দপ্তর ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে মালদা জেলায় শীঘ্রই চালু হচ্ছে এই আধুনিক সিস্টেম।চলতি মাসের ১০ তারিখ থেকে জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শুরু হবে ট্রাফিক আইন নিয়ে মানুষকে সচেতন করার কর্মসূচি। এমনটাই জানালেন মালদা জেলার ডিএসপি ট্রাফিক বিপুল ব্যানার্জি ইতিমধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি থানায় বিশেষ সচেতনতা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ট্রাফিক আইন মানতে জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং ও প্রতিটি থানার বিভিন্ন মোড়ে ফ্লেক্স এর মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা চালানো হচ্ছে।