ব্লক আদিবাসী কুড়মি সমাজের ১১তম সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার।

0
379

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- ব্লক আদিবাসী কুড়মি সমাজের ১১তম সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। প্রতিবছর মত এবারও আদিবাসী কুড়মি সমাজ বামনগোলা ব্লক কমিটির পক্ষ থেকে রবিবার ১১তম সম্মেলন করা হয় বামনগোলা ব্লকের বুড়িডাঙা এম এস কে স্কুল মাঠে। এদিনের এই অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠান মধ্যে দিয়ে শুরু হয় । এদিনের এই কর্মসূচিতে আদিবাসী কুড়মি সমাজের বিভিন্ন অনুষ্ঠান মাতেন পুরুষ থেকে নারী।পরে কুড়মি সমাজের বিভিন্ন দাবি দাওয়া সহ বিভিন্ন আলোচনা করা হয় এই সম্মেলনে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আদিবাসী কুড়মি সমাজের জেলা সভাপতি দীনেশ মাহাতো সম্পাদক স্বপন মাহাতো ও অন্যান্য নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here