ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম কৃষ্ণনগর থেকে মোটরসাইকেলে আড়তে আনাজ বিক্রি করতে আসা পঞ্চাশোর্ধ কৃষকের।

0
192

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ সকালে শান্তিপুর গোবিন্দপুর সবজির আড়তে আনাজ বিক্রি করতে আশা পঞ্চাশোর্ধ এক বৃদ্ধ গুরুতর জখম হলেন পথচলতি লরির ধাক্কায়। সাথে সাথে আড়ত মালিক অমিত বর্মন এবং অন্যান্য ব্যবসায়ীরা তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করালে শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে কৃষ্ণনগর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ প্রসঙ্গে অমিত বর্মন জানান, কৃষ্ণনগর ঘোলগাছির বাসিন্দা 52 বছর বয়সী অরুণ ঘোষ তিনি প্রায়ই তাদের দোকানে আনাজ বিক্রি করতে আসেন মোটরসাইকেলে চড়ে, আজ একটি ঘাতক লরি তার মোটরসাইকেলটি পিষে দিয়ে যায়, এবং লরি চাকার তলায় পড়ে তার পা। এলাকাবাসীর তৎপরতায় আটক করা সম্ভব হয়েছে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। অন্যদিকে তার নিজস্ব মোবাইল থেকে বাড়িতে খবর দেওয়া সম্ভব হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here