যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে অবশেষে বাড়ি ফিরলেন মালদার পড়ুয়া।

0
237

নিজস্ব সংবাদদাতা, মালদা: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে অবশেষে বাড়ি ফিরলেন মালদার পড়ুয়া। শনিবার রাতে শতাব্দি এক্সপ্রেস করে মালদা রেল স্টেশনে নামে ইংলিশ বাজারের কাজি গ্রাম অঞ্চলের নওদা বাজারের বাসিন্দা তথা ওই পড়ুয়া সোহন মহালদার। ছেলেকে কাছে পেয়ে আপ্লুত পরিবার মালদা রেল স্টেশনে তাকে জড়িয়ে ধরে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফেরায় ওই ডাক্তারি পড়ুয়া ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান কাজি গ্রাম অঞ্চলের উপ-প্রধান মন্টু ইসলাম। এই বিষয়ে ওই পড়ুয়া যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের অভিজ্ঞতা এবং কিছু সাক্ষীর কথা তুলে ধরেন সংবাদমাধ্যমের কাছে। সাইরন বাজলেই বাংকারের ভেতর ঢুকে যেতে হত। বাইরে বেড়িয়ে দেখতো বন্দুকধারী সকলে ঘোড়াঘুড়ি করছে। সেই সময়টা খুব ভয় লাগতো। মৃত্যুকে খুব কাছ থেকে দেখে বাড়ি ফিরে আসতে পেরেছেন এটাই ভাগ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here