বিষধর সাপ কামড়ানোর পর চন্দ্রকোনা গ্রামীন হাসপাতালে বসে পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থী।

0
261

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিষধর সাপ কামড়ানোর পর হাসপাতালে বসে পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থী, এমনই এক ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২নং ব্লকের শীর্ষা গ্রামে, জানা গিয়েছে শীর্ষা গ্রামের মাধ্যমিক পরীক্ষার্থী গৌতম ঘোষকে গতকাল রাতে বিষধর সাপ কামড় দেয়। সঙ্গে সঙ্গেই তাকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তার মাধ্যমিক পরীক্ষা থাকায় হাসপাতাল থেকে ছুটি নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে সে তার পরীক্ষাকেন্দ্রে যায়। পরে সেখানে অসুস্থতা বোধ করায় তাকে আবার নিয়ে এসে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। দ্রুত তার জন্য হাসপাতালেই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। পরে হাসপাতালে বসেই মাধ্যমিক পরীক্ষা দেয় গৌতম ঘোষ। চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের বি এম এইচ ও স্বপ্নীল মিস্ত্রি জানান, চন্দ্রবোড়া সাপের কামড় খেয়ে গতকাল রাতে সে চন্দ্রকোনা গ্রামীন হাসপাতাল ভর্তি হয়েছিল। প্রাথমিকভাবে প্রয়োজনীয় সমস্ত টেস্ট গুলি ইতিমধ্যেই করানো হয়েছে। হাসপাতালের ডাক্তারবাবুরা প্রস্তুত রয়েছেন তার কোন রকম অসুবিধা হলে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হবে, তবে এখন নজরদারির মধ্যেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এবং সুস্থ আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here