নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ভয়াভয় পথদুর্ঘটনাই গুরুতর আহত দুই বাইক আরোহী অবস্থা আশংকাজনক হওয়ায় জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনাটি শান্তিপুর নৃসিংহ পুর রোডের জামতলা এলাকায়। জানা যায় সোমবার সকাল 10:30 নাগাদ শান্তিপুর নৃসিংহপুর মধ্য কলোনির দুই যুবক বাইক চালিয়ে শান্তিপুরের উদ্দেশ্য আসছিল। সামনে থেকে আসা একটি টোটো গাড়ির সাথে সজোরে ধাক্কা মারে, এরপরই বাইক নিয়ে ছিটকে পড়ে ওই দুই বাইক আরোহী। ঘটনাস্থলে গুরুতর জখম হয় দুই যুবক, এছাড়াও রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে থাকে। এলাকার লোকজন উদ্ধার করে তড়িঘড়ি শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে দুই যুবকের অবস্থা আশংকাজনক হওয়ায় কৃষ্ণনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। জানা যায় আহত যুবক দের নাম অতনু বিশ্বাস বয়স ১৬, রাহুল সরকার বয়স ১৮ বছর। খবর পেয়ে শান্তিপুর হাসপাতালে এসে পৌঁছায় আহত যুবকদের পরিবার, এছাড়াও উপস্থিত হয় শান্তিপুর থানার পুলিশ। যদিও কিভাবে পথদুর্ঘটনা টি ঘটলো তা খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।