সেভেন এমএম পিস্তল সহ এক যুবককে গ্রেফতার করল খরগপুর টাউন থানার পুলিশ, চাঞ্চল্য।

0
226

নিজস্ব সংবাদদাতা পশ্চিম মেদিনীপুর:- সেভেন এমএম পিস্তল সহ এক যুবককে গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুর জেলার খরগপুর টাউন থানার পুলিশ ধৃত যুবকের নাম সঞ্জীত রায় ওরফে সাধু । প্রসঙ্গত গত ৫ ই মার্চ নিমপুরা মাঠে গুলি চালানোর ঘটনা ঘটে, ওই ঘটনার তদন্তে নেমে খরগপুর টাউন থানার পুলিশ ওই এলাকার বাসিন্দা রঞ্জিত ঠাকুরকে আটক করেছে । পুলিশ তদন্ত করতে গিয়ে দেখে রঞ্জিত ঠাকুরের দাদার সালোক বিহারের বাসিন্দা সনজিৎ রায় (সাধু) ওই দিন রাত্রে নিমপুরা গুলি চালানোর ঘটনা ঘটিয়েছিল। পুলিশ মনে করছে নির্বাচনের সময় একটি দলেয়ের হয়ে তাকে কাজে লাগানোর জন্য নিয়ে আসা হয়েছিল। যদিও রঞ্জিতের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে কোন পার্টির কাজ করতে আসেননি । সে এসেছিল খড়্গপুরে চাকরি খুঁজতে । কিন্তু সাধু বন্দুক পেলে কোথায় থেকে ? কেনইবা গুলি চালালে ? সেই প্রশ্নের উত্তর খোঁজা চলছে এখনো। সোমবার সাধুকে খড়গপুর টাউন থানার পুলিশ খড়্গপুর মহকুমা আদালতে পেশ করে । সাধু কে নিজেদের হেফাজতে চেয়ে আদালতের দ্বারস্থ হবেন খরগপুর টাউন থানার পুলিশ । অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়তেই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুর শহরজুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here