বোমা আতঙ্কে এলাকাবাসী মানিকপুর শিব তলায় ।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :  ঘটনাটি ঘটেছে সাঁকরাইল থানার অন্তর্গত মানিকপুর গ্রাম পঞ্চায়েতের শিব তলা এলাকা স্থিত আমড়াতলা এলাকায়। সকালবেলা প্রাতঃভ্রমণে বেরিয়ে এলাকাবাসীরা দেখতে পান রাস্তার ধারে, বন্ধ দোকানের পাশে, নলকূপের পাশে এবং গলির ভিতরে দরজার পাশে বোম পড়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই আতঙ্ক ছড়ায় এলাকাবাসীর মধ্যে। সঙ্গে সঙ্গে মানিকপুর তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দেওয়া হয়। এক এক করে লোক জড়ো হতে থাকে এবং কৌতুহল বাড়তে থাকে। কে বা কারা কিসের জন্য বিভিন্ন স্থানে এইভাবে বোমা রেখে গেলো তা নিয়ে শুরু হয় গুঞ্জন। খানিক পরেই মানিকপুর তদন্ত কেন্দ্রের থেকে ভারপ্রাপ্ত অফিসার তাদের টিম নিয়ে বোমা রিকভার করতে আসেন। এবং বোম রিকভার করে নিয়ে পুলিশ চলে যায়। স্থানীয় পঞ্চায়েতের সদস্যের বক্তব্য “কে বা কারা এইভাবে বোমা রেখে গেল তা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার এবং আমাদের এই এলাকা খুব শান্তিপ্রিয় এলাকা তাই আমি চাই এর পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষীদের শাস্তি পাক”। একই দাবি করতে থাকেন এলাকাবাসীরা এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মানিকপুর শিব তলা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *