আন্তর্জাতিক নারী দিবস পালন দুবরাজপুরে।

0
275

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- সারা বিশ্বে প্রতি বছর ৮ মার্চ পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। UNESCO-র তরফে জানা গিয়েছে, ১৯০৯ সালে ২৮ফেব্রুয়ারি প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। নারী শ্রমিকদের প্রতি সম্মান দেখিয়ে এই দিনটি পালন করা হয়। পরে রাশিয়াতেও ১৯১৭ সাল থেকে এই দিনটি পালিত হতে থাকে একই কারণে। তবে রাশিয়াতেই দিনটি পালিত হয় ৮ মার্চ। তার পর থেকে সেই দিনেই পালন করা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুর আইসিডিএস প্রজেক্টের এস.এ.জি-কন্যাশ্রী প্রকল্পের কনভারজেন্স প্রোগ্রামের পক্ষ থেকে আজকের দিনটি পালন করা হয়। এদিন প্রথমে দুবরাজপুর ব্লক থেকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং কিশোরীদের নিয়ে একটি রেলি করে সারদা ময়দান পর্যন্ত প্রদক্ষিণ করা হয়। তারপর দুবরাজপুর ব্লকের সভাকক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত অতিথিরা নারী দিবস সম্পর্কে বক্তব্য রাখেন। পাশাপাশি কিশোরীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লকের জয়েন্ট বিডিও মীর সোহেল শাখাওয়াত, দুবরাজপুর আইসিডিএস প্রজেক্টের এস.এ.জি কন্যাশ্রী প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর রাখী দাস, দুইজন ফিল্ড ফেসিলেটর শ্রাবণী সিং অধিকারী, ঝুমা নন্দী মণ্ডল, আইসিডিএস সুপারভাইজার অপর্ণা মণ্ডল, ধীরা দত্ত, বীরভূম ডিস্ট্রিক্ট চাইল্ড লাইন সেন্টার কো-অর্ডিনেটর দেবাশিষ ঘোষ, টীম মেম্বার মধুমিতা হাজরা সহ অঙ্গনওয়াড়ি কর্মীরা।