মিড ডে মিলের রান্না করা খাবার নিম্নমানের, রান্না করা খাবারে দেওয়া হচ্ছে পচা সবজি, এই অভিযোগেই অঙ্গনারী কেন্দ্র ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর।

0
192

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মিড ডে মিলের রান্না করা খাবার নিম্নমানের, রান্না করা খাবারে দেওয়া হচ্ছে পচা সবজি, এই অভিযোগেই অঙ্গনারী কেন্দ্র ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। ঘটনাটি শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের রাসমণি প্রাথমিক বিদ্যালয়ের অঙ্গনারী কেন্দ্রে। এলাকাবাসীর অভিযোগ, বেশ কিছুদিন ধরে অঙ্গনারী কেন্দ্রে মিড ডে মিলের রান্না করা খাবারে পচা সবজি ব্যবহার করছে অঙ্গনওয়াড়ি কর্মীরা। আধ কাঁচা অবস্থায় ওই খাবার খেতে দেওয়া হচ্ছে শিশুদের। এলাকার মানুষ এই নিয়ে একাধিকবার জানিয়েছেন ওই অঙ্গনারী কেন্দ্রের শিক্ষিকাদের, কিন্তু কোনোরকম কর্ণপাত করেননি তারা। আজ একই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এলাকা স্থানীয় মানুষ, এরপর অঙ্গনারী কেন্দ্র ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ, এই ধরনের খাবার শিশুরা যদি খায় তাহলে তারা অসুস্থ হয়ে পড়বে অঙ্গনারী কেন্দ্র থেকে কেন পদক্ষেপ নিচ্ছে না। আগামী দিনে যদি এই ধরনের মিড ডে মিলের খাবারে নিম্নমানের সবজি অথবা অন্যান্য খাদ্য সামগ্রী ব্যবহার করে, তাহলে আমরা আরো বড় ধরনের বিক্ষোভের পথে হাঁটবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here