মৎস্যজীবীদের জালে ধরা পড়লো বিরল প্রজাতির প্রাণী,মহিষাদলের বাড়ইপাড়া বয়াগড়াতে ভীড় স্থানীয়দের।

0
573

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- নদীতে জাল টানার সময় মৎস্যজীবীদের জালে উঠে আসলো একটি বিরল প্রজাতির প্রাণী।স্থানীয় ভাষায় একে ব্লাকুড় বলা হয়ে থাকে। ওজন প্রায় দেড় মন। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের বাড়ইপাড়া বয়াগড়া এলাকায় প্রাণীটিকে দেখতে ভীড় জমিয়েছে দূরদূরান্তের মানুষ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গল বাড়ইয়ের ছেলে সুজিত বাড়ই সোমবার রাতে রুপনারায়ন নদে মাছ ধরার জন্য জাল পেতে ছিলো। সেই জালে প্রাণীটি উঠে আসে। প্রথমে প্রাণীটিকে জাল থেকে ছাড়িয়ে নদীতে ছেড়ে দেওয়া হয়। পরে আবার জড়িয়ে যায়। তার পর তারা প্রাণীটিকে পাড়ে নিয়ে এসে জলাশয়ে রেখেছে। স্থানীয় বনদপ্তরকে খবর দেওয়া হয়েছে। রাদের হাতে তুলে দেওয়া হবে বলে স্থানীয়রা জানিয়েছে। আজ থেকে প্রায় ৩০ বছর আগেই এর থেকে একটু বড় মাপের প্রাণী মৎস্যজীবীদের জালে ধরা পড়েছিলো। তারপর আবার এই ধরনের প্রাণী মৎস্যজীবীদের জালে পড়ায় তা দেখতে দূর দূরান্তের মানুষ ভীড় জমাতে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here