অবৈধ ভাবে নেওয়া বিদ্যুতের সংযোগের বিরুদ্ধে  অভিযান শুরু করলো রাজ্য বিদ্যুৎ বন্টন দপ্তরের জলপাইগুড়ি রিজিয়ন।

0
215

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- খবরের জের, গ্রেটার কোচবিহার পিপলস এসোসিয়েশনের পোস্টার এবং মুখ্যমন্ত্রীর ছবি দেওয়ার কাগজ দিয়ে বিদ্যুতের সংযোগের বিরুদ্ধে  অভিযান শুরু করলো রাজ্য বিদ্যুৎ বন্টন দপ্তরের  জলপাইগুড়ি রিজিয়ন।

ইতিমধ্যে বেশ কিছু অবৈধ ভাবে নেওয়া বিদ্যুতের সংযোগ কেটে দেবার পাশাপাশি সেই সমস্ত বাড়ির মালিকের বিরুদ্ধে  পুলিশে অভিযোগ জানানো শুরু করলো দপ্তর।
ইতিমধ্যেই জলপাইগুড়ি পৌরসভা সহ আশপাশের গ্রামে বেশ কিছু এই ধরণের অবৈধ ভাবে বিদ্যুৎ বাবহাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই প্রসঙ্গে জলপাইগুড়ি বিদ্যুৎ বন্টন দপ্তরের এক আধিকারিক জানান, মানুষকে ভুল বুঝিয়ে কেউ এই কাজ করছে ,।পাশাপাশি এই ধরনের যারা কাজ করছে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।ইতিমধ্যেই সুভাষ উন্নয়ন পললী এলাকার এক বাসিন্দা অবৈধ ভাবে যে বিদ্যুৎ সংযোগ নিয়েছিলেন তার সংযোগ কেটে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here