নদীয়া, নিজস্ব সংবাদদাতা:– মায়াপুরে এক বিদেশিনি ভক্ত সহ জোড়া মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো । ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়। উদ্ধার হওয়া বিদেশিনী ভক্ত সহ দুজনের নাম লীলা অবতার দাস। অপর জনের নাম বিশ্বরূপ দাস । দুজনাই মায়াপুর ইসকন মন্দিরের ভক্ত বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, ওই দুই যুবক যুবতী বুধবার সন্ধ্যায় গঙ্গানগর এলাকায় ছাড়ি গঙ্গা ধারে সান্ধ্যকালীন ভ্রমণে বের হন। স্থানীয়দের দাবি,, সম্ভবত ওই দুজনের মধ্যে কোন একজন জলাশয়ে পড়ে গেলে অপরজন তাকে বাঁচাতে গিয়ে সেও তলিয়ে যায় জলে। এরপর স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানিয়ে খবর পাঠায় মায়াপুর পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে ওই যুবকের দেহ উদ্ধার করে। এরপর বেশি রাতের দিকে উদ্ধার হয় বিদেশিনী ভক্তের দেহ। পরে উদ্ধার হওয়া দেহ দুটি মায়াপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক দুইজনকেই মৃত বলে জানায়।বৃহস্পতিবার সকালে মায়াপুর গ্রামীণ হাসপাতাল থেকে দেহ দুটি ময়না তদন্তের জন্য নবদ্দীপ থানায় নিয়ে আসা হয়।
মায়াপুরে এক বিদেশিনি ভক্ত সহ জোড়া মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ।

Leave a Reply