গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনে BVBDA

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনে ইতিমধ্যে জেলাজুড়ে বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এবং সিউড়ির রক্তদান আন্দোলনের কর্মীরা রক্তদান শিবিরের আয়োজন শুরু করেছে তারই মধ্যেই অজয়পুরের মানারপার
গ্রামে প্রথম ভ্রম্যমান রক্তদান শিবির আয়োজন করা হলো।
দীর্ঘদিন ধরে চেষ্টা এবং মোটিভেশন এর পর এই রক্তদান শিবির সফলতার রূপ পেল।
মানারপারের যুবকবৃন্দ কাজল সা এবং শেখ জিয়ারুল এর উদ্যোগে এই শিবির আয়োজিত হয়। এই রক্তদান শিবিরে সর্বমোট 40 ইউনিট রক্ত সংগ্রহ করা হয় এবং গ্রামের বেশিরভাগ প্রথম রক্তদাতা হিসেবে রক্তদান করলেন এবং আগামী দিনেও ধারাবাহিকভাবেই গ্রামে রক্তদান শিবির হবে এই কথায় অঙ্গীকারবদ্ধ হলেন। এই রক্তদান শিবিরে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।
বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি প্রিয়নীল পাল জানান, জেলাজুড়ে আমাদের সংগঠন ভ্রাম্যমাণ রক্তদান শিবির এবং তথাকথিত রক্তদান শিবিরে জোর দিচ্ছে এবং গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনে আগামী দুই মাস জেলাজুড়ে এরকম ভাবেই মাইক্রো লেভেলে এবং বড় করেও রক্তদান শিবির আয়োজন তারা করে যাবে।
এই শিবের উপস্থিত ছিলেন স্থানীয় প্রধান উপপ্রধান কর্মাধ্যক্ষ জেলা পরিষদের সদস্য সহ প্রমূখ বিশিষ্টজনেরা।
ছবি ও তথ্য-সুকান্ত রায়, বীরভূম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *