পরীক্ষা হলে অসুস্থ ছাত্রী,স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা

0
329

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ইতিহাস পরীক্ষা ছিল।পরীক্ষা চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়ে সুস্মিতা গায়েন নামে ক্যানিং থানার অন্তর্গত ইটখোলা রাজনারায়ণ উচ্চমাধ্যমিক হাইস্কুলের ছাত্রী। তার পরীক্ষার সীট পড়েছিল নলিয়াখালি জি,এন,হরিনারায়ণী বিদ্যাপীঠে।পাশাপাশি ওই ছাত্রীর গোলাবাড়ী ৭ নম্বর গ্রামে তার পরিবারকে ঘটনার কথা জানানো হয় স্কুলের তরফে।অসুস্থ ছাত্রী কে তড়িঘড়ি চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে স্কুল কর্তৃপক্ষ।ওই ছাত্রীর প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালের বেডেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন সেন্টার সুপারভাইজার ও মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করে ওই ছাত্রীর প্রশ্নপত্র আনা হয় মহকুমা হাসপাতালে।সঙ্কটময় মুহূর্তে ওই ছাত্রী পরীক্ষা দিতে পারায় সেন্টার সুপারভাইজার বিশ্বজিত দাস ও মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা মিহির গায়েন।
সেন্টার সুপারভাইজার বিশ্বজিত দাস জানিয়েছেন অসুস্থ ছাত্রীর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তাকে পরীক্ষা দেওয়ার জন্য অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হয়।
জীবনের প্রথম বড় পরীক্ষায় অসুস্থ হয়েও চিকিৎসক ও শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে পরীক্ষা দিতে পারায় খুশি সুস্মিতাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here