সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – অত্যন্ত তৎপরতায় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ এক যুবক কে গ্রেফতার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিরার জীবনতলা থানার অন্তর্গত ঘুঁটিয়ারী শরীফ ফাঁড়ির বাঁশড়ার পূর্ব পিয়ালী এলাকায়। ধৃতের নাম সুমন মন্ডল।ধৃতের কাছ থেকে একটি অত্যাধুনিক পিস্তল ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে ‘রবিবার গোপন সুত্রে খবর আসে পূর্ব পিয়ালী এলাকায় এক যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে।খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে রওনা দেয় ঘুটিয়ারীশরীফ ফাঁড়ির ওসি ফারুক রহমান সহ বিশাল পুলিশ বাহিনী।ঘটনাস্থল থেকে পাকড়াও করে ওই যুবক কে।আগ্নেয়াস্ত্র নিয়ে কেন এলাকায় ঘোরাঘুরি করছিল এবং আর কেউ সঙ্গীসাথী রয়েছে কি না ,সে বিষয়ে ধৃত যুবককে জিঞ্জাসাবাদ করে তদন্ত শুরু করেছে ঘুঁটিয়ারীশরীফ ফাঁড়ির পুলিশ।
পুলিশের তৎপরতায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক।

Leave a Reply