স্লোগান পাল্টা স্লোগান এর মধ্যে দিয়েই শপথ গ্রহণ অনুষ্ঠান হলো নদীয়ার তাহেরপুর নটিফায়েড এরিয়া অথরিটির নব নির্বাচিত কাউন্সিলরদের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- স্লোগান পাল্টা স্লোগান এর মধ্যে দিয়েই শপথ গ্রহণ অনুষ্ঠান হলো নদীয়ার তাহেরপুর নটিফায়েড এরিয়া অথরিটির নব নির্বাচিত কাউন্সিলরদের। রাজ্যের একমাত্র বামেদের দখলে এই পৌর বোর্ড।নদীয়ার তাহেরপুর নোটিফায়েড এরিয়া অথরিটির 13 টি আসনের মধ্যে 8টি আসনে জয়লাভ করে সিপিআইএম প্রার্থীরা। 5টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।
এদিন নির্দিষ্ট সময়ে দু পক্ষের নির্বাচিত প্রতিনিধিরা শপথ অনুষ্ঠানে আসেন।

শপথ বাক্য পাঠ করান রানাঘাট মহকুমার DMDC।

এদিন শপথ বাক্য পাঠ করার পর তৃণমূল কর্মী সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান তোলে। পাশপাশি বাম কর্মী সমর্থকরা তাদের দলের নির্বাচিত প্রতিনিধি শপথ পাঠ করার পর লাল সেলাম স্লোগান দিতে থাকে।

এদিন শপথ অনুষ্ঠান ঘিরে পুলিশি নিরাপত্তা আঁটোসাঁটো ছিল।

*যদিও শপথ বাক্য পাঠ শেষে তৃণমূল কাউন্সিলররা সভাস্থল ছেড়ে চলে যান। তারা বোর্ড গঠনের মিটিংয়ে অংশগ্রহণ করেননি। এটা আমাদের দলীয় নির্দেশ তৃণমূলের অভিযোগ, তাদের দলের সভাপতিকে আমন্ত্রণ জানানো হয়নি।*

যদিও নতুন পৌরপ্রধান জানিয়েছেন, মহকুমা শাসক নিজে সবাইকে আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন। তৃণমূলের জয়ী কাউন্সিলররা শপথ নিতে এসেছিলেন। অথচ চেয়ারম্যান নির্বাচনে অংশ নেয়নি।

নতুন পৌরপ্রধান হন সিপিআইএম এর উত্তমানন্দ দাস ও উপ পৌরপ্রধান হন শোভা শীল।

বাইট :
১) উত্তমানন্দ দাস, পৌরপ্রধান
২) প্রাণতোস দত্ত, তৃণমূল কাউন্সিলর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *