নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:- ওয়ার্ড কমিটির অফিসে চুনকালি বুলিয়ে অফিস দখলের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রবল উত্তেজনা পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বৈকুণ্ঠ সরোবর এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ।
জানা গেছে তাম্রলিপ্ত পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের এই এলাকায় একটি ওয়ার্ড কমিটির কার্যালয় রয়েছে। জানা গিয়েছে ২০১৪ সালে তৎকালীন তৃণমূলের কাউন্সিলর থাকাকালীন জয়া দাস নায়ক উদ্বোধন করেছিলেন । ২০১৫ সালে তিনি নির্দলের প্রার্থী হন। ভোটে জয়ী হন তৃণমূলের প্রার্থী সুব্রত রায়। এরপর থেকে ওয়ার্ড কমিটির অফিস টি নিয়মমাফিক তৃণমূলের দখলে ছিল। এবারের পুরভোটে বিজেপির থেকে প্রার্থী হন জয়া দাস নায়ক। তিনি জয়ী হন। বর্তমানে ওয়ার্ড বিজেপির দখলে।
অভিযোগ শনিবার রাতে তৃণমূলের এলাকার নেতৃত্বরা ওয়ার্ড কমিটির অফিসে চুন বলানো ও অফিস থেকে জিনিসপত্র সরানো শুরু করে। ওয়ার্ড কার্যালয় লেখা মুছে ফেলা হয়। আর তারপরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। বিজেপির তরফে তৃণমূলের লোকজন কে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ বাহিনী। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।
ওয়ার্ড কমিটির অফিসে চুনকালি বুলিয়ে অফিস দখলের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, উত্তেজনা তাম্রলিপ্ত পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে।

Leave a Reply