বীরভূম – সেখ ওলি মহম্মদঃ- ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। আবিরে ভেসে যাওয়া, রঙের খেলা, বাঙালির ইতিহাসে শ্রীকৃষ্ণ, শ্রীচৈতন্যদেব সব মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই বসন্ত উৎসব উপলক্ষে গতকাল সন্ধ্যায় বীরভূম জেলার দুবরাজপুরের “সবারে করি আহ্বান” সংস্থার পক্ষ থেকে দুবরাজপুর পাহাড়েশ্বর শিব মন্দিরে সংলগ্ন মুক্ত মঞ্চে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এই সংস্থার ছাত্রীদের নিয়ে কবিতা, আবৃত্তি, নৃত্য ও সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরুপ আচার্য, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রিয়াঙ্কা দাস, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ভাস্কর রুজ, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সাগর কুন্ডু, প্রাক্তন কাউন্সিলার বিপ্লব মাহাতা, বিশিষ্ট সমাজসেবী আলো সরকার, শুভ্রা পাণ্ডে, সবারে করি আহ্বান সংস্থার সম্পাদিকা সুতপা কবিরাজ, কোষাধ্যক্ষ দেবাশিষ মুখার্জী সহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সাংবাদিক সন্তোষ পাল এবং বিশিষ্ট শিক্ষক দীপক দত্ত। সবশেষে আবীর খেলায় মেতে ওঠেন সংস্থার সদস্য, সদস্যা এবং কচিকাঁচারা।
‘সবারে করি আহ্বান’ সংস্থার উদ্যোগে বসন্ত উৎসব।

Leave a Reply