পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পুকুর থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার জলপাই এলাকায়, পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত গৃহবধূর নাম তনুশ্রী দাস, বয়স আনুমানিক ৩৫ বছর, আরো জানা যায় ওই গৃহবধূ ডান্স গ্রুপের ডান্স করতেন,স্থানীয় সূত্রে জানা যায় রবিবার বাড়ির পাশে একটি পুকুরে ওই গৃহবধূর মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা, এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় খবর দেওয়া হয় মহিষাদল থানার পুলিশকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মহিষাদল থানার পুলিশ গিয়ে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, বিশেষ সূত্রে জানা গিয়েছে ওই গৃহবধূকে তার স্বামী কাঠের বাটাম দিয়ে সজোরে আঘাত করায় ওই গৃহবধূর মৃত্যু হয় বলে অভিযোগ, জানা গিয়েছে ওই গৃহবধূর এক ছেলে ওর শিশুকন্যা রয়েছে, ইতিমধ্যেই এই দিন দুপুরে ওই গৃহবধূর স্বামী অমল দাস থানায় আত্মসমর্পণ করেছে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মহিষাদল থানার পুলিশ, অন্যদিকে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।
Leave a Reply