পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শনিবার সন্ধ্যার পর পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের অন্তর্গত স্বেচ্ছাসেবী সংস্থা দেড়িয়াচক শক্তি সংঘের বসন্ত উৎসব উপলক্ষ্যে বাৎসরিক সাংস্কৃতিক মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহণ করে গ্রামীন চিকিৎসকদের সংবর্ধনা দিয়ে উৎসাহ প্রদান করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এইদিন এলাকার উন্নয়নের জন্য ক্লাব সংস্থাকে ১০ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন স্বাস্থ্য সাথী কার্ড ভুয়ো, যে কোন মানুষকে জিজ্ঞাসা করে জানবেন নার্সিংহোমে চিকিৎসার জন্য গেলে আগে তারা জিজ্ঞাসা করে ক্যাশ না কার্ড, যদি কাজ হয় তাহলে তার চিকিৎসা হয় কার্ড হলে বেড নেই, এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।
Leave a Reply