জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বিশ্ব মহিলা হেন্ডবল খেলায় সেরা হলো জলপাইগুড়ির টিম। এশিয়ান গেমস এ সোনাজয়ী মৌমিতা রায় সংবর্ধিত হলো জলপাইগুড়ি তে। হেলাপাকড়ি বিদ্যালয়ের দ্বাদশ শ্রেনীর ছাত্রী মৌমিতা।হেন্ডবল মহিলা এশিয়ান women championship এ অংশগ্রহণ করেছিল ববিতা সহ আর ও সতেরো জন।সেখানে সোনা জয়ী হয়ে এসে জলপাইগুড়ির নাম উজ্জ্বল কালmen তারা।তাই জলপাইগুড়ি একটি চা অ্যাসোশিয়নের তরফে রায়কতপাড়া তে সংবর্ধিত করা হলো মৌমিতকো। তাকে ফুল ও মিষ্টি মুখ করানো হলো। পাশাপাশি বাকিদের শুভেচ্ছা দিল জলপাইগুড়ি ও হেলাপাকড়ি বাসী।
বিশ্ব মহিলা হেন্ডবল খেলায় সেরা হলো জলপাইগুড়ির টিম।।।

Leave a Reply