গুরুতর জখম বিরল প্রজাতির গন্ধ গোকুল কে উদ্ধার করে বনদফতরের হাতে তুলেদিলেন সাংবাদিকদ্বয়।

নিজস্ব প্রতিনিধি,ক্যানিং –সোমবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ ব্লকের মাতলা অঞ্চলের মুড়িবাজার এলাকার রাস্তার পাশে পড়ে ছিল জখম একটি বিরল প্রজাতির গন্ধ গোকুল। মৃতপ্রায় অবস্থায় ছটফছ করছিল সে।পথ চলতি মানুষজন এবং আশপাশের লোকজন ব্যাপার টি দেখে যে যার মতো চলে যায়।সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন দুই সাংবাদিক বিশ্বজিৎ পাল ও সুভাষ চন্দ্র দাশ।তাঁরা সেখানে লোকের ভীড় দেখে দাঁড়িয়ে পড়েন।গুরুতর জখম গন্ধ গোকুলটি কে উদ্ধার করেন। পরে দ্রুততার সাথে বনদফতরের ক্যানিং মাতলা বেঞ্জের বনকর্মীদের হাতে তুলে দেয়।সেখানে বনকর্মীরা গন্ধ গোকুল টিকে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।বর্তমানে বিরল প্রজাতির গন্ধ গোকুলটি সুস্থ রয়েছে।চলছে তার চিকিৎসা।দুই সাংবাদিক জানান মুড়িবাজার রাস্তার পাশে একটি পরিবারের বাড়ির সামনে বিরল প্রজাতির জখম গন্ধ গোকুল ছটফট করছিল।গন্ধ গোকুলের লেজের দিকে মারাত্মক আঘাতের ক্ষতচিহ্ন রয়েছে।তবে যেভাবে গন্ধ গোকুল টি পড়ে ছিল তাতে এইভাবে পড়ে থাকলে হয়তো গন্ধ গোকুল টি মারা যেতো।তাই আমরা দুই সাংবাদিকদ জখম গন্ধ গোকুলটি কে উদ্ধার করে মাতলা রেঞ্জ বন দফতরে তুলে দিয়েছি। জখম গন্ধ গোকুল টি চিকিৎসা চলছে।পুরোপুরি সুস্থ হয়ে গেলে তাকে তার বাসস্থানে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বনদফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *