সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – সোমবার ছিল বিশ্ব অরণ্য দিবস।প্রত্যন্ত সুন্দরবনের ঝড়খালি কোষ্টাল থানার উদ্যোগে পালিত হল বিশ্ব অরণ্য দিবস।অরণ্য দিবস পালনের পাশাপাশি এদিন ঝড়খালি কোষ্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারীক প্রদীপ রায়ের নেতৃত্বে ২০০০ মানগ্রোভ চারাগাছ রোপণ করা হয় এলাকায়। পাশাপাশি অরণ্য দিবসে অরণ্যে কত ভড় ভূমিকা পালন করে সে বিষয়ে সচেতন করা হয় এলাকার মানুষের মধ্যে।এছাড়াও অরণ্য দিবসে যে ম্যানগ্রোভ চারা গাছগুলো রোপণ করা হয়েছে,সেগুলো যাতে করে সঠিক পরিচর্যার মাধ্যমে বড় হয়,সেদিক দিয়ে শপথ গ্রহণ করেছেন ঝড়খালি কোষ্টাল থানার পুলিশ কর্মী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ। এদিন অরণ্য দিবস অনুষ্টানে পুলিশ কর্মীদের পাশাপাশি এলাকার বিশিষ্টরা উপস্থিত ছিলেন। ।
বিশ্ব অরণ্য দিবস পালিত হল ঝড়খালিতে।

Leave a Reply