শান্তিপুর হিজুলি এলাকায় প্রতিবেশী পরিবারের হাতে আক্রান্ত এক গৃহবধূ।

0
289

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শান্তিপুর হিজুলি এলাকায় প্রতিবেশী পরিবারের হাতে আক্রান্ত এক গৃহবধূ। ওই এলাকার বাসিন্দা সায়েদ শেখের অভিযোগ, তার সীমানার ভিতরে তার বাড়ির একটি ছাগল ঘুরে বেড়াচ্ছিল। প্রতিবেশী পরিবার ওই ছাগলটিকে জোরপূর্বক বাড়িতে টেনে নিয়ে যায়, এরপরে কথা কাটাকাটি শুরু হয় দুই পরিবারের মধ্যে। অভিযোগ, ওই বাড়ির গৃহবধূ ইসমা তারা বিবিকে প্রতিবেশী পরিবারের লোকজন বেধড়ক মারধর করে। সায়েদ শেখ প্রতিবাদ করলে তাদেরকে মারধর করতে যায় প্রতিবেশী পরিবারের লোকজন। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার শান্তিপুর থানার দ্বারস্থ হয় আক্রান্ত গৃহবধূ ও তার পরিবার, এছাড়াও প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়।