গাড়ি চুরি করে পালানোর সময় ধাওয়া করে ধরল এগরা থানার পুলিশ,গ্রেপ্তার এক।

0
264

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বুলেরও গাড়ি চুরি করে পালানোর সময় ধাওয়া করে গাড়িটিকে আটক করল পুলিশ।গ্রেপ্তার এক।ঘটনা পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকার।ঘটনায় জানা যায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বর্ডার এলাকায় সকাল থেকে এগরা শহরের সরং বাস স্ট্যান্ডে এগরা থানার নাকা চেকিং চলছিল।নাকা চেকিং করছিলেন এগরা থানার এস আই সোমনাথ শিট সহ পুলিশ অফিসারগণ।ওই নাকা চেকিংয়ের সময় একটি বোলেরো গাড়ি দ্রুত গতিতে নাকা পয়েন্ট না মেনে পেরিয়ে যেতে দেখেন পুলিশ আধিকারিকরা।তাকে দাঁড়াতে বললেও না শুনে দ্রুতগতিতে বেরিয়ে যাচ্ছিল গাড়িটি ।এরপর গাড়িটিকে ধাওয়া করে কর্তব্যরত পুলিশরা। ঠিক সেই সময় কর্তব্যরত পুলিশ আধিকারিক জানতে পারেন ওই গাড়িটি চুরি করে নিয়ে পালাচ্ছে কোনো একজন।এরপর তাঁকে ধাওয়া করতে থাকেন তাঁরা। ধাওয়া করার সময় গাড়িটি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বড়ার এলাকার সরং পেরিয়ে পশ্চিম মেদিনীপুরের এলাকার খাকুড়দার দিকে চলে আসে।ততক্ষণে অবশ্য এগরা থানার পুলিশ প্রশাসন পশ্চিম মেদিনীপুরে পার্শ্ববর্তী থানা এবং ফাঁড়ি গুলিতে অ্যালার্ট করে দিয়েছিলেন।অবশেষে গাড়িটির পিছনে ধাওয়া করে পশ্চিম মেদিনীপুরের খাকুড়দার জোড়াগেড়িয়া পুলিশ ফাঁড়ির কাছে ওই পালিয়ে যাওয়া বোলেরো গাড়িটি ধরে ফেলেন ফাঁড়ির পুলিশেরা।এবং সাথে সাথে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া চালক বছর ১৮ র আব্দুল রেজ্জাক কে হাতে নাতে পাকরাও করেন তারা। পরে প্রয়োজনীয় রীতি মেনে এগরা থানার হাতে ওই আটক গাড়ি এবং চালককে তুলে দেয় বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ প্রশাসন। আটক আব্দুল রেজ্জাক এর বাড়ী ওড়িশার লক্ষীপুর গ্রামে।এগরা থানার পুলিশ সূত্রের খবর এই গাড়ি চুরির কোনো বড় গাং আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।এবং তদন্ত ও শুরু হয়েছে। বোলেরো গাড়িটি এগরার এক মালিকের। তাঁর অভিযোগের ভিত্তিতে।ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে সোমবার আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি এই কর্মকান্ডের সঙ্গে কারা কারা জড়িত তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এগরা থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here