মালদা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো সচেতননেতা শিবির।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মালদা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো সচেতননেতা শিবির। মঙ্গলবার সকালে জেলা পুলিশ ও হবিবপুর থানার সহযোগিতায় বুলবুলচন্ডী নতুন বাস স্ট্যান্ডে পথনাটক মধ্য দিয়ে এদিন ব্লু চন্ডী অঞ্চলের বাসিন্দাদের সচেতনতা করলেন মালদা জেলা পুলিশ পথনাটক এর মধ্যে দিয়ে এদিন সাধারণ মানুষকে সচেতন পুলিশ প্রশাসন।এদিন নাটকের মাধ্যমে তুলে ধরা হয় নারী পাচার প্রতিরোধ,১৮বয়সের নিচে বিয়ে নয়, আগে শিক্ষা পরে বিয়ে।বাইক চালানোর জন্য হেলমেট ব্যবহারনকরুন,
, ডাইনী প্রথা নিবারণ সহ এটিএম জালিয়াতি হাত থেকে বাচার বিভিন্ন ধরনের সচেতন করলেন পথ নাট্য মধ্যেমে তুলে ধরেন জেলা পুলিশ।

সকাল নটায় টায় বুলবুলচন্ডী নতুন বাসস্ট্যান্ডে কউকথা কলকাতা নাট্য দলের শিল্পী সমন্বয়ে এই নাট্য পরিবেশন হয়।পথ চলতি মানুষের জন্য বুলবুলচন্ডী অঞ্চলে তরফে সাধারণ মানুষের বসার জন্য চেয়ারের ব্যবস্থা করাহয়। এই নাটক দেখতে ভীর করে পথ চলতি মানুষ। উপস্থিত ছিলেন
মালদা জেলা ডি আইবি, ডি এস পি নন্দিতা মজুমদার, হবিবপুর থানার, অমিতাভ সরকার, বুলবুলচন্ডী অঞ্চল প্রধান সমীর সাহা,বুলবুলচন্ডী অঞ্চল তৃনমুল কংগ্রেসের, সভাপতি পীযুষ মণ্ডল সহ হবিবপুর থানার বিভিন্ন পুলিশ অফিসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *