নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- আইহো শান্তি সমিতির পরিচালনায় ৩৭ তম বাৎসরিক অনুষ্ঠান এর উপলক্ষে, বুধবার সকালে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ মধ্যে দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়। সংস্কৃতি অনুষ্ঠান করারা ব্যবস্থা করা হয়, আইহো ফুটবল ময়দানে বুধবার সারাদিন বস্ত্র বিতরণ, এলাকার মেধা ছাত্র ও ছাত্রীদের পুস্তক বিতরণ ,সহ বুধবার রাতে আইহো ফুটবল ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বহিরাগত শিল্পীদের দাড়া বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন , এদিন বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের রোগীদের ফল বিতরণ এ উপস্থিত ছিলেন শান্তি সমিতি কমিটির সভাপতি অর্জুন ঘোষ ,সম্পাদক প্রতাপ চন্দ, আইহো শান্তি সমিতি কমিটির সকল সদস্যবৃন্দ এবং বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের বি এম ও এচ পুনিতা সাহা, হবিবপুর থানার আইসি অমিতাভ সরকার।
Leave a Reply