সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – এলাকার মানুষের মনকে আনন্দমুখর করে তুলতে গ্রামবাসীরা মিলিত ভাবে এলাকায় শুরু করেছিলেন বাসন্তী পুজো।বিগত ২০১৬ সাল থেকে ধারাবাহিক ভাবে হয়ে আসছিল বাসন্তী পুজো।বিগত দুবছর করোনা বাধায় প্রত্যন্ত সুন্দরবন এলাকার বাসন্তী ব্লকের চুনাখালির বড়িয়া এলাকায় বন্ধ হয়ে যায় বাসন্তী পুজো।করোনার প্রভাব কমতেই স্বাভাবিক ছন্দেই ফিরছে জনজীবন।বিগত দিনের মতো আনন্দ উৎসবে মেতে উঠতে আবার ও শুরু হল বাসন্তী পুজোর তোড়জোড়।বুধবার দুপুরে সপ্তম বর্ষের বাসন্তী পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয়।পুরোহিত কার্তিক চন্দ্র শথপতি’র বৈদিক মন্ত্রোচারণের মধ্যদিয়ে বাসন্তী পুজোর খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণচন্দ্র মাহাতো, আদিত্য সরদার,শুভঙ্কর সরদার,কালিপদ সরদার, স্নেহাশীষ বৈরাগী, রাম সরদার,প্রদীপ বৈরাগী সহ অন্যান্য বিশিষ্টরা।
বড়িয়া সার্বজনীন বাসন্তী পুজো কমিটির অন্যতম সদস্য দেবাশীষ বৈরাগী জানিয়েছেন “ বিগত দুবছর করোনা মহামারীর জন্য আমাদের বাসন্তী পুজো বন্ধ ছিল। করোনার প্রকোপ স্বাভাবিক হতেই আমরা বাসন্তী দেবীর আরাধনায় ব্রতী হয়েছি।আশাকরি মা সমস্ত কিছু অশুভ শক্তি বিনাশ করে
বড়িয়ায় বাসন্তী পুজোর খুঁটি পুজো।

Leave a Reply