ঐতিহ্যবাহী পলাশতলা বাঁচাতে পথযাত্রা ও পথসভা বাঁকুড়ায়।

0
299

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া শহরের উত্তরে গন্ধেশ্বরী নদী। সেই নদীর তীরে বিস্তীর্ণ এলাকা জুড়ে পলাশবন।বাঁকুড়ার পলাশতলায় কিছু দিন আগে অনৈতিক ভাবে গাছ কেটে ফেলা হয়। এই খবর পাওয়ার সাথে সাথে পরিবেশ কর্মীরা অনৈতিক ভাবে গাছ কাটায় বাধা দেয়। ঐতিহ্যবাহী পলাশতল রক্ষার্থে এবং অনৈতিক ভাবে গাছ কেটে ফেলার বিরুদ্ধে আজ পরিবেশ সংগঠন ও সামাজিক সংগঠন এর কর্মীরা প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করে। পলাশতল থেকে এই পদযাত্রা বের হয় মিছিলটি জুনবেদিয়া হয়ে মাচানতলায় শেষ হয়। মিছিলে স্লোগান ওঠে অনৈতিক ভাবে গাছ কাটা বন্ধ হোক।মিছিল শেষে মাচানতলায় পথসভার আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যক্তিরা এই সভায় বলেন অবিলম্বে অনৈতিক ভাবে গাছ কাটা বন্ধ করতে হবে।যারা অনৈতিক ভাবে গাছ কেটেছে তাদের শাস্তি এবং ক্ষতিপূরণ দিতে হবে।