সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং – জয়নগর-মজিলপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক অময়কৃষ্ণ প্রামানিক গত সোমবার সকাল দশটা নাগাদ বাড়িতে তালা ঝুলিয়ে ব্যক্তিগত কাজে শহরে গিয়েছিলেন। রাত ন’টা নাগাদ তিনি বাড়িতে ফিরে আসেন।দরজার তালা খুলে দেখেন ভিতর থেকে দরজা দেওয়া আছে। তখনই তাঁর সন্দেহ হয়। বাড়ির ভিতর বহিরাগত কেউ প্রবেশ করেছে। সাথে সাথে প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকতেই অবাক হয়ে যান তিনি। তিন তলা বাড়ির সব ঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে। আলমারি খোলা, জিনিসপত্র ওলট পালট হয়ে রয়েছে। অময়বাবুর বুঝতে দেরী হয়নি যে, তাঁর বাড়িতে চুরি হয়েছে।
সাথে সাথে খবর দেওয়া হয় জয়নগর থানায়। মুহুর্তের মধ্যে জয়নগর থানার পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু করে। অময়কৃষ্ণ বাবুর বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে পারে তাঁর বাড়িতে দুই দুষ্কৃতী এসেছিল।তাদেরকে দ্রুত শনাক্ত করার চেষ্টা করে জয়নগর থানার পুলিশ।
সিসিটিভি ফুটেজ দেখে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট এলাকার সেখ রাকেশ ওরফে বেঁজি নামে ২৫ বছরের এক যুবককে গ্রেপ্তার করে জয়নগর থানার পুলিশ। তাকে জেরা করে দ্বিতীয় ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
Leave a Reply