৩০ টি তাজা বোমা ও ৩ কেজি মশলা উদ্ধার।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার রামপুরহাটের বগটুই কান্ডের পর মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন যেখানে যা আছে উদ্ধার করতে। তারপর থেকেই রাজ্য জুড়ে চলছে তল্লাশি। আজ সকালে গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানার সেকেন্দারপুর গ্ৰামের একটি ফুটবল মাঠের পাশে প্লাস্টিক ব্যাগ থেকে মোট ৩০টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। পাশাপাশি আরও তিন কেজি বারুদ উদ্ধার হয়। আজ সিআইডির বোম স্কোয়াডের টিম এসে বোমাগুলো নিষ্ক্রিয় করে। সেখানে উপস্থিত হোন জেলার ট্রাফিক ডিএসপি আখতার আলি, দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *