আবদুল হাই, বাঁকুড়াঃ ধর্মঘটীদের সাথে এবার ব্যাপক ধস্তাধস্তির ঘটনা ঘটল বাঁকুড়ায়। আজ বাম কর্মী সমর্থকরা বাঁকুড়া শহরের মাচানতলার কাছে স্টেট ব্যাঙ্কের বন্ধ দরজায় পতাকা টাঙিয়ে ব্যাঙ্কের মূল গেটের সামনে অবস্থান বিক্ষোভ করছিল। এর জেরে ব্যাঙ্ক কর্মীরা কাজে এলেও ব্যাঙ্কের ভেতর ঢুকতে পারেনি। বেলা সাড়ে দশটা নাগাদ এই খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ ব্যাঙ্কের সামনে হাজির হয়ে ধর্মঘটিদের সরে যাওয়ার অনুরোধ করে। কিন্তু ধর্মঘটিরা ব্যাঙ্কের গেট না ছাড়ায় পুলিশ কার্যত জোর করে ধর্মঘটীদের সরানোর চেষ্টা শুরু করে। আর এতেই ধর্মঘটীদের সাথে কার্যত ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের। এরপর পুলিশ বেশ কয়েকজন ধর্মঘটীকে আটক করে বাঁকুড়া সদর থানায় নিয়ে যায় পুলিশ।
বাঁকুড়ায় স্টেট ব্যাঙ্কের সামনে বনধ সমর্থনকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তি, আটক বেশ কিছু বাম কর্মী।

Leave a Reply