পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গত ৪ঠা মার্চ পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি প্রনব মাইতির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে এগরা মহকুমা শাসকের দপ্তরে ১৪জন পঞ্চায়েত সমিতির সদস্যদের প্রস্তাবিত অনাস্থার পক্ষ নিয়ে আবেদন করেছিলেন। তবে তা বিশেষ কারন বশত গ্রাহ্য হয়নি, কিন্তু পরবর্তী সময়ে ফের আরও ১৪ জন পঞ্চায়েত সমিতির সদস্যরা প্রনব মাইতির বিরুদ্ধে অনাস্থার পক্ষ নিয়ে আবেদন জানালে পরে তার গ্রাহ্য হয় মহকুমাশাসক দপ্তরে। যে কারনে আগামী ২৯তারিখ এরা মহকুমাশাসক দপ্তরে অনাস্থা প্রস্তাবের শুনানির দিন ধার্য হলে তাতে দলের নির্দেশে কেউ উপস্থিত থাকবে না বলে সাংবাদিক সম্মেলন করে সাফ জানিয়ে দিয়েছেন কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ দাস। এমন কি তিনি বলেন পঞ্চায়েত সমিতির সদস্যদের প্রস্তাবিত অনাস্থার কথা ভেবে প্রনব মাইতির সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার উচিত।
Leave a Reply