পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার অন্তর্গত ৬০ নং জাতীয় সড়কের ভাদুতলার জঙ্গলে আবারও লাগলো ভয়াবহ আগুন। সোমবার জঙ্গলে লাগা আগুনের তীব্রতা এতোটাই ছিলো যে ৬০ নং জাতীয় সড়ক কালো ধোঁয়ায় ঢেকে যায়। এলাকার মানুষদের মধ্যে আতংকের সৃষ্টি হয়। এলাকার মানুষেরা বন দপ্তরে জানালে, বন দপ্তরের পক্ষ থেকে দমকল বিভাগে জানানো হয়। তবে ততক্ষনে আগুন ছড়িয়ে পড়ে গোটা জঙ্গল জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শালবনী থানার পুলিশ ও বন দপ্তরের আধিকারিকরা। অবশেষে দুপুরের পর দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রনে আসে। তবে আগুন প্রায় দু কিলোমিটার জঙ্গল জুড়ে ছড়িয়ে পড়ে। বার বার জঙ্গলে আগুন লাগার ঘটনায় বিপাকে পড়েছেন বন দপ্তরের মেদিনীপুর বন বিভাগের আধিকারিকরা। তবে বনদপ্তর এর তরফ থেকে একাধিক কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করলেও অসচেতনতার ছবি উঠে এলো এই দিন।
শালবনি ৬০নম্বর জাতীয় সড়কের ধরে জঙ্গলে আগুন,দমকলের একটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে।

Leave a Reply