সোমবার ও মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছে বামেদের শ্রমিক সংগঠনগুলি। এই বনধের মিশ্র প্রভাব পড়েছে উত্তরবঙ্গ জুড়ে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সোমবার ও মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছে বামেদের শ্রমিক সংগঠনগুলি। এই বনধের মিশ্র প্রভাব পড়েছে উত্তরবঙ্গ জুড়ে। এদিকে দু দিনব্যাপী সাধারণ বনধ সফল করতে পথে নেমেছে বাম সংগঠন গুলো। সোমবার সকাল থেকে ফালাকাটা ব্লকের জটেশ্বরের বিভিন্ন এলাকায় মিছিল করে তারা। আর এই বনধের ফলে যানবাহন অন্যান্য দিনের থেকে তুলনামূলক কম চলছে। ফলে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে জটেশ্বরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।তবে রাস্তাঘাটে মানুষ জনসংখ্যা আর পাঁচটা স্বাভাবিক দিনের চাইতে অনেকটাই কম। তবে বেলা বাড়ার সাথে সাথে এই চিত্র কতটা বদলায় সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *