নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- আত্মনির্ভরশীল করতে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের পক্ষ থেকে মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকে ৩১ জন ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে মাইনোরিটি লোন অনুমোদন পত্র তুলে দিলেন হরিশ্চন্দ্রপুর-১ ও ২ নং ব্লকের দায়িত্ব প্রাপ্ত মাইনোরিটি লোন ফিল্ড সুপারভাইজার আফজল হোসেন।
আফজল হোসেন জানান এদিন হরিশ্চন্দ্রপুর-১ ও ২ নং ব্লক এলাকার ৩১ জন ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে এই অনুমোদন পত্র তুলেদেন।সাত দিনের মধ্যে লোন উপভোক্তাদের ব্যাংক একাউন্টে এই টাকা পৌঁছে যাবে।মাত্র ৬% সুদের হারে ত্রিমাসিক কিস্তিতে এই লোন পরিশোধ করতে হয়।একজন উপভোক্তা সর্বোচ্চ তিনবার এই লোনের সুবিধা পেতে পারেন।
নাসিম আলম নামে এক লোন উপভোক্তা জানান, দীর্ঘদিন ধরে ব্যাংকে ব্যাংকে ঘুরেও লোন হয়নি।লোন পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন।পরে
মাইনোরিটি লোন সম্পর্কে জানতে পেরে ব্লক মাইনোরিটি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন।দুই মাসের মধ্যে তার দুই লক্ষ টাকা অনুমোদন হয়।এবার তিনি হার্ডওয়ার দোকানটিকে আরো বড়ো করতে পারবেন।
Leave a Reply