পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ফের পেট্রোল ডিজেল সহ রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজ্য তৃণমূলের নির্দেশ অনুসারে পথে নেমেছে তৃণমূল নেতাকর্মীরা, রাজ্যের প্রত্যেকটি জেলায় চলছে প্রতিবাদ কর্মসূচি, মঙ্গলবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে গড়বেতা শহরে ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয়, এই দিন এই মিছিলে কয়েক হাজার তৃণমূল ও যুব তৃণমূল কর্মী সমর্থকরা পা মিলিয়েছেন, উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, এছাড়া উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেবাব্রত ঘোষ, ব্লক যুব সহ-সভাপতি শুভজিৎ বাগ সহ অন্যান্য ব্লক তৃণমূল যুব তৃনমূলের কর্মী-সমর্থকরা, এইদিন বিধায়ক উত্তরা সিংহ হাজরা জানান যেভাবে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে, তাতে মধ্যবিত্ত পরিবারের বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, একদিকে মহামারি ভাইরাসের ফলে যে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যবিত্ত পরিবার গুলি, এই পরিস্থিতিতে ফের পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে কার্যত সমস্যায় পড়েছে সাধারণ মানুষ,তাই সাধারণ মানুষের কথা ভেবেই আমরা প্রতিবাদ করছি।
Leave a Reply