প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : বামেদের ডাকা 48 ঘন্টা ভারত বন্ধে দ্বিতীয় দিনে তেমন কোন প্রভাব পরল না সাঁকরাইল এলাকায়। বাম শ্রমিক ইউনিয়নের ডাকা 48 ঘণ্টা বন্ধ সমানভাবে সাফল্য না পেলেও কিছু কিছু জায়গায় বনধ সফল বলে অভিমত বাম সমর্থকদের। গতকাল সাঁকরাইল চাপাতলা বাজার দোকান সব বন্ধ ছিল দক্ষিণ সাঁকরাইল বাজার দোকান বন্ধ ছিল। এছাড়াও মানিকপুর বেলতলা 4 বাম্পারের বাজার দোকান সবই খোলা ছিল । মিছিল আকারে বামপন্থী নেতৃত্ব দোকান বাজারে গিয়ে বনধ পালন করার জন্য আহ্বান জানান। কিছু কিছু জায়গায় সাড়া দিলেও অধিকাংশ জায়গায় দোকানপাট সব খোলা ছিল। সকালের দিকেই স্কুলগুলো চলেছে কিন্তু গতকাল হাই স্কুল গুলো অধিকাংশই বন্ধ ছিল। আজ অর্থাৎ বন্ধের দ্বিতীয় দিনে বনধ তেমন ভাবে সাড়া না পাওয়া চিত্র আমাদের ক্যামেরা ধরা পরল। বাজার, ব্যাঙ্ক সর্বোপরি ফেরি সার্ভিস অন্যান্য দিনের মতো আজও সচল ছিল। আজ বিকাল পাঁচটার সময় সিপিআইএমের পক্ষ থেকে এবং সমর্থন করার জন্য সাধারণ জনগণকে অভিনন্দন জানিয়ে সাঁকরাইল চাপাতলা থেকে দক্ষিণ সাঁকরাইল পার্টি অফিস পর্যন্ত মিছিল করলেন পার্টির সকল কর্মীবৃন্দ। নেতৃত্ব দিলেন সিটুর নেতা কমরেড সমীর মালিক । তেমনি চিত্র ধরা পড়ল আমাদের সব খবরের ক্যামেরায়।
বাম শ্রমিক ইউনিয়নের ডাকা 48 ঘণ্টা বন্ধ সমানভাবে সাফল্য না পেলেও কিছু কিছু জায়গায় বনধ সফল বলে অভিমত বাম সমর্থকদের।

Leave a Reply