নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাতের অন্ধকারে বাড়ি সামনে রাখা টোটো নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে নদীয়া রানাঘাট থানার সূর্য নগর এলাকায়। গৃহকর্তা বিশ্বজিৎ সাহা অন্যান্য দিনের মতো শুক্রবার সন্ধ্যায় বাড়ির সামনে টোটোটি তালা দিয়ে রাখেন। শনিবার কাকভোরে আরতে যাবেন বলে তিনি বাড়ির বাইরে বের হতেই দেখেন টোটো উধাও। এরপরই টোটো চুরির ঘটনাটি পুলিসকে জানানো হয়। পরিবারের একমাত্র রোজগেরে বিশ্বজিৎ বাবু টোটো চালিয়েই সংসার চালানো। মাস কয়েক আগে তিনি লক্ষাধিক টাকায় ওই টোটোটি কিনেছিলেন। ঘটনার খবর পেয়ে এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নেমেছে পুলিশ।
বাইট
বিশ্বজিৎ সাহা(টোটো মালিক)












Leave a Reply