নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- অবৈধভাবে তোলা ঘর ভাঙ্গাকে কেন্দ্র করে ধুন্ধুমার চাঁচলে।শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে চাঁচল থানার নজরুল-পল্লী জামে মসজিদ এলাকায়।
জানা যায়,ওই এলাকার বাসিন্দা মনসুর আলী খান নামে এক উকিলের এই জায়গাটি দীর্ঘ ২৫ বছর আদালতে বিচারাধীন থাকার পর পুনর্দখল পান।কিন্তু ওই এলাকার কিছু দুষ্কৃতী তার জায়গাটি জবরদখল করে ঘর নির্মাণ করে মদ ও জুয়ার আসরে পরিনত করে রাখেন।
এদিন উকিলবাবু তার জায়গায় অবৈধ ভাবে গড়ে ওঠা ঘরটি নিজের হাতে ভেঙে গুঁড়িয়ে দেন বলে খবর।মদ ও জুয়ার আসর এবং অসাধু কার্যকলাপ চালাতেই নির্মাণ করা হয়েছিল ঘরটি এমনটাই দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।ঘটনাটিকে কেন্দ্র করে এদিন তুমুল উত্তেজনা ছড়ায় চাঁচল জামে মসজিদ এলাকায়।












Leave a Reply