দিনহাটার গোসানিমারি মালিরহাট এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার ১।

মনিরুল হক, কোচবিহারঃ ফের আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ। শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে দিনহাটার গোসানিমারি মালির হাট এলাকা থেকে ফিরোজ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত ওই ব্যক্তির কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে দিনহাটা থানার পুলিশ।
সূত্রের খবর, এই অভিযান ধারাবাহিকভাবে চলতে থাকবে বলে জানা গেছে। পুলিশ যদি ধারাবাহিকভাবে এই অভিযান চালাতে থাকে তাহলে পুলিশের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলতে পারবে না। কয়েকদিনের মধ্যে কোচবিহার জেলার পুলিশের যে বড় সাফল্য তার সত্যিই প্রশংসার দাবি রাখে।
উল্লেখ্য, রামপুরহাটের ঘটনার পর থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছিল রাজ্যের সকল বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে। তারপর থেকে গোটা রাজ্যে ততপর হয়ে পরে পুলিশ। হাত গুটিয়ে বসে নেই কোচবিহার জেলার বিভিন্ন থানার পুলিশ আধিকারিক থেকে শুরু করে পুলিশকর্মীরা। কয়েকদিন থেকে ধারাবাহিক ভাবে কোন না কোন থানা এলাকায় বেআইনি অস্ত্র, গাজা ইত্যাদি ধরতে সমর্থ হচ্ছে কোচবিহার জেলার পুলিশ। এমনকি অভিযুক্তদের পাকড়াও করতে সামর্থ্য হচ্ছে পুলিশ। পুলিশের এই সাফল্য অনেকটাই কাজে দেবে সাধারণ মানুষের এবং সরকারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *