ব্যাঙ্ক সম্মেলনে বেসরকারীকরণের বিরুদ্ধে প্রতিবাদ।

মুর্শিদাবাদা, সুজিত কুমার দাস:–  3 এপ্রিল 2022 তারিখ বহরমপুর কালেক্টরেট ক্লাব অডিটোরিয়ামে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক এমপ্লয়িজ আ্যসোসিয়েশন ও বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক অফিসার্স আ্যসোসিয়েশন মুর্শিদাবাদাছমু রিজিওনাল কমিটির সপ্তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হোলো। করোনা কালে পৃথিবীর বহু কোভিড যোদ্ধা ও সাধারণ মানুষ, পরিযায়ী শ্রমিক এবং সম্প্রতি বহু বিশিষ্ট ও সাংস্কৃতিক জগতের কৃতী ব্যক্তিত্ব প্রয়াত হয়েছেন। সম্মেলনের শুরুতে ঐ সকল মানুষের উদ্দেশ্যে শহীদ বেদীতে মাল্যদান করা হয়। সভার মঞ্চে বিভিন্ন বক্তার বক্তব্যে পূঁজীবাদী দেশগুলিতে চরম দক্ষিণপন্থী শক্তির উত্থানের বিষয়ে আশঙ্কা সহ জাতীয় সরকারের হতাশাজনক ও দিশাহীণ ভূমিকা এবং পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ব্যবস্থা ও জনগণের স্বাধীন মত প্রকাশে বাধা প্রাপ্ত হবার বিষয়ে মত প্রকাশিত হয়েছে। এছাড়া কৃষিবিল প্রত্যাহার, রাষ্ট্রায়ত্ত শিল্প বেসরকারীকরণ, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ব্যবস্থার বেসরকারীকরণের মাধ্যমে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলিকে কর্পোরেট পুঁজির কাছে বিক্রি করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ প্রকাশিত হয়েছে। ব্ঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক অফিসার্স আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক পার্থসারথী সান্যাল ও বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক এমপ্লয়িজ আ্যসোসিয়েশনের সম্পাদক শান্তনু বিশ্বাস সম্মেলনের উদ্দেশ্য বিষয়ে আলোকপাত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *